নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ২৫ মে মার্চ বাঙ্গালী জতীয় ভিবিষিকাময় কলো রাত। এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত বাঙ্গালীদের উপর হামলা চালায়। লক্ষ লক্ষ বাঙ্গালীকে হত্যা করে হানাদার বাহিনী।
২৫ মার্চ ভয়াল কলো রাতের নিহত হওয়া ব্যাক্তির স্বরনে ও শ্রদ্ধা নিবেদন করবে সারা বাঙ্গালী জাতি। রাত ৯ টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত সারা বাংলাদেশের আলো নিভিয়ে অন্ধকার করে দাঁড়িয়ে নিরবতা পালন করা হবে। তবে চলন্ত গাড়ি ও কেপিআইভুক্ত এলাকা (জরুরি স্থাপনা এর আওতার বাহিরে থাকবে।
ভয়াল সেই রাতে গণহত্যার শিকার অগণিত শহীদকে স্মরণ করেছেন পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।