নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আব রবিবা রদিবাগত রাত ১২ টা ৪৮ মিনিটে বছরের প্রথম ‘সুপারমুন’ দেখা যাবে। এসময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে । তাই তুলানামূলক চাঁদ অনেকটা বড় দেখা যাবে।
এসময় চাাঁদ ও সূর্য একে অন্যের ঠিক বিপরীতে অবস্থান করবে। আমেরিকার মহাকাশ গবেশনা প্রতিষ্ঠান ”নাসা”এর বিব্রিতি অনুসারে এসব তথ্য জানা যায়।
নাসা জানায়,৩০ মার্চ পর্যন্ত টানা তিন দিন এমন বড় চাঁদ দেখা যাবে। ১৯৭৯ সালে এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেওয়া হয়। নাসার জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ বলছে এবছর এমন সুপারমুন ৪টি দেথা যাবে । তবে আবার কেউ কেউ বলছে ৩ টি সুপার মুনের কথা।