নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃআগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বানাম পাকিস্তানের মধ্যেকার টি২০ সিরিজ। গত ২০ মাসে দেশে বাংলাদেশের সাথে সিরিজ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
কিন্তু করোনার কারনে গ্যালারি ফাঁকা রেখেই তা সম্পন্ন হয়েছে। তবে ২০ মাস পর এবার পাকিস্তান-বাংলাদেশের সিরিজ গ্যালারিতে বসে উপভোগ করেবে দর্শকরা। তবে ফাঁকা থাকবে ধারন ক্ষমাতর অর্ধেক গ্যাালারি। টিকেটো বিক্রয়া করা হবে অর্ধেক।
সিটে বসতে হবে এক সিট ফাকা রেখে।
এরই ধারাতাহিকতায় আজ থেকে খেলার টিকেট বিক্রয় শুরু করেছে বিসিবি।
টিকেট প্রাপ্তির স্থানঃ-শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কয়েকটি কাউন্টারে।
- আরও পড়ুন:-৩ মাস আটকে রেখে স্কুলছাত্রীকে গনধর্ষণ-ধারণ করা হয়েছে ধর্ষণের ভিডিও
- আরও পড়ুনঃ ৪৬ বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার শিক্ষক পদ শূন্য-সংসদে শিক্ষামন্ত্রী
টিকেটের মূল্যঃ-
- ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট-১০০ টাকা
- সাউদার্ন এবং নদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য-১৫০ টাকা
- ক্লাব হাউজ-৩০০ টাকা
- ভিআইপি স্ট্যান্ডের টিকেট-৫০০ টাকা
- গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট-১০০০ টাকা
কারা গ্যালরিতে যেতে পারবেঃ– গ্যালারিতে বসে খেলা দেখেতে হলে অবশ্যই করোনা ভ্যাকসিন গ্রহনের সার্টিফিকেট দেখাতে হবে। তা-নাহলে মাঠে প্রবেশ করতে দেওয়া হবেনা। এ ছাড়াও দর্শকদের মুখে মাস্ক পরিধান বাধ্যতামূলক ও গ্যালারিতে বসতে হবে এক সিট ফাঁকা রেখে।