নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সারাদেশে আবারও মহামারি করোনাভাইরাস সংক্রমণের হার বেপক ভাব বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় স্বাস্থ্যমন্ত্রীর কড়া সতর্ক বার্তা দিয়েছে।
আরও পড়ুনঃ-নারায়ণগঞ্জে ঘরের বৃষ্টির পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৩ গৃহবধুর মৃত্যু
গত কয়েক দিন যাবৎ দেশে করোনার সংক্রমণের হার কিছুটা বেড়েছে। তবে তা বেপক না হলেও সংক্রমণের হার উর্ধমুখি হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৩ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সারাবিশ্বে যে কয়টি দেশ করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তার মধ্যে বাংলাদেশ পঞ্চম। প্রথম দেশ হিসেবে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এশিয়ার মধ্যে।
দেশে এখন স্বাভাবিক অবস্থায় থাকলেও করোনা যেকোনো সময় অস্বাভাবিক হতে পারে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ইতিমধ্যে মন্ত্রীসহ অনেক গণ্যমান্য ব্যক্তিও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আমাদের সবা উচিৎ স্বাস্থ বিধি মেনে চলা।