Google

আবারো ‘গুগল’কে ১৪ হাজার ৪০০ কোটি টাকা জরিমান-পড়ুন বিস্তারিত

নারায়ণগঞ্জ বাণীঅ২৪.কমঃ ‘গুগল’,বিশ্বের সবচেয়ে বড় সার্ট ইন্জিন । ইন্টারনেট বিজ্ঞাপনের প্রধন দাতাও গুগল। তবে কিছু অনিয়মের কারনে মাঝে মাঝেই দিতে হয় বড় অঙ্কের জরিমান। ১ বছর না যেতেই আবারো ‘গুগল’কে গেুনতে হচ্ছে ১৪ হাজার ৪০০ কোটি টাকা (১.৬৮ বিলিয়ন ডলার) জরিমানা ।

বুধবার বেলজিয়ামের রাজধানী ব্যাসেলসে এক সংবাদ সম্মেলনে গুগল’কে ১৪ হাজার ৪০০ কোটি টাকা (১.৬৮ বিলিয়ন ডলার) জরিমানার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনার মার্গারেট ভেস্টাজার।

কারন হিসেবে উল্লেখ করা হয়েছে, প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন ইন্টারনেটে প্রচারের ক্ষেত্রে অনৈতিকভাবে পেছনে রাখার অভিযোগ।

এর আগে গুগল/Google ‘কে ২০১৮ সালে ৪০ হাজার কোটি টাকা ও ২০১৭ সালে ৩০ কোটি টাক জরিমান করেছিল ইউরোপীয় কমিশন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

google Map

বাংলাদেশর জন্য গুগলে ম্যাপে যুক্ত হল অসাধারন ৩টি ফিচার-ভিডিও সহ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশের জন্য গুগল ম্যাপে(google Map) ৩ টি নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এতে ব্যবহার