এমসি কলেজ গণধর্ষণ

আবারো ধর্ষণ-চাচার হাতে ধর্ষণের শিকার হলো ভাতিজি

নারায়ণগঞ্জ বাীণ২৪.কমঃ আপন চাচার হতে র্ধষণের শিকার হলো  বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৩)। ধর্ষণের ঘটনায়  চাচা শামসুল ইসলামের (৪৫) নামে মামলা দায়ের করেছে ধর্ষণের শিকার কিশোরীর মা।

জানা গেছে, বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে রেখে বাবা-মা বাইরে যান। এ সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশি চাচা ও ধর্ষক শামসুল ইসলাম কৌশলে বাড়িতে ঢুকে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে।



এসময় কিশোরীর চিৎকারে প্রতিবেসি দুই নারী ছুটে এসে তাদে র্ধষণরত অবস্থায় দেখতে পায়। পরে ধর্ষক চাচা দরজা ধাক্কা দিয়ে পালিয়ে যায়।ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়েল করলেও অভিযুক্তকে গ্রেফতার না করা অভিযোগ তুলেছে ভিকটিমের পরিবার।

একই সাথে ভিকটিমের পরিবারকে মামল তুলে নিতে অভিযুক্ত চাচা তাদের হুমকি দিচ্ছে বলেও জানানো হয়।


ঘটনাটি ঘটেছে ৩ অক্টোবর  সন্ধ্যায় লালমনিরহাটের হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে। তবে এখনো ধর্ষকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

লামলামাটিয়া থানার ওসি শাহ আলম জনায়. র্ধষণের অভিযোগে মামলা দয়ের করা হয়েছে। আসমীকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।আসামি পলাতক থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধর্ষণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সুপ্রিমকোর্ট

বিয়ের প্রতিশ্রুতি ভাঙলেও সম্মতিক্রমে শারীরিক সম্পর্ক ধর্ষণ হবে না-হাইকোর্ট

নারায়গঞ্জ বাণঅী২৪.কমঃ বিয়ের প্রতিশ্রুতি ভাঙলেও সম্মতিক্রমে শারীরিক সম্পর্ক ধর্ষণ হবে না বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। একই  সাথে ”বিয়ের প্রলোভনে ধর্ষণ” এমন একটি মামলা খারিজ করে দেয় হাইকোর্ট।