আবারো লোকাল বাসে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

নারায়নগঞ্জ বাণী নিউজঃ যত হিসেব যেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের জন্য..!! এইতো কিছু দিন আগে,সারা বাংলাদেশ যখন আফগান ক্রিকেটের দাপটে হোয়াই ওয়াসে লজ্জায় মুখ লুকনোর যায়গা খুচ্ছিল ঠিক তখন পাকিস্থান ও ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতে আনে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল । আর তাদের বহনকারী বাস হয় লোকাল ও অতি নিন্মমানের বাস । আয়ারলেন্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি মাথায় রেখে চট্রগ্রামে অনুশীলনে লোকাল ও নিন্মমানের বাসে করে পৌছে । এ নিয়ে তুমুল আলোচনাও শুরু হয়েছে গনমাধ্যোমে । বেতন ভাতা ও অনান্য সুযোগ সুবিধাও অনেক নিন্মমানের । এশিয়া কাপ বিজয়ের পর প্রতি বিসিবে থেকে প্রতি জনকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষনা দিলেও এখনো তা দেওয়া হয়নি তাদের হাতে । তবে বিসিবি পক্ষ থেকে যানানো হয়, খুব শিঘ্রই মহিলা ক্রিকেট দলের সকল সুবিধা বাড়ানো হবে ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১ জুন পর্যন্ত অনুশীলন শেষ করে ২২ জুন ঢাকায় ফিরেই ২৩ জুন আয়ারল্যান্ডের পথে রওনা দেবেন তারা ।

উল্লেখ্য, গত ১০ জুন শেষ বলে ২ রান নিয়ে ভারতেকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জয় লাভ করে ইতিহাস গড়েন সালমারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বন্দর

বন্দরে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জ বাী২৪.কমঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষে একজন  নিহত ১ হওয়ার ঘটনা ঘটেছে।