নারায়নগঞ্জ বাণী নিউজঃ যত হিসেব যেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের জন্য..!! এইতো কিছু দিন আগে,সারা বাংলাদেশ যখন আফগান ক্রিকেটের দাপটে হোয়াই ওয়াসে লজ্জায় মুখ লুকনোর যায়গা খুচ্ছিল ঠিক তখন পাকিস্থান ও ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতে আনে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল । আর তাদের বহনকারী বাস হয় লোকাল ও অতি নিন্মমানের বাস । আয়ারলেন্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি মাথায় রেখে চট্রগ্রামে অনুশীলনে লোকাল ও নিন্মমানের বাসে করে পৌছে । এ নিয়ে তুমুল আলোচনাও শুরু হয়েছে গনমাধ্যোমে । বেতন ভাতা ও অনান্য সুযোগ সুবিধাও অনেক নিন্মমানের । এশিয়া কাপ বিজয়ের পর প্রতি বিসিবে থেকে প্রতি জনকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষনা দিলেও এখনো তা দেওয়া হয়নি তাদের হাতে । তবে বিসিবি পক্ষ থেকে যানানো হয়, খুব শিঘ্রই মহিলা ক্রিকেট দলের সকল সুবিধা বাড়ানো হবে ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১ জুন পর্যন্ত অনুশীলন শেষ করে ২২ জুন ঢাকায় ফিরেই ২৩ জুন আয়ারল্যান্ডের পথে রওনা দেবেন তারা ।
উল্লেখ্য, গত ১০ জুন শেষ বলে ২ রান নিয়ে ভারতেকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জয় লাভ করে ইতিহাস গড়েন সালমারা ।