নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আমার লোক হলেও অপরাধীদের খাতির করবেন না বলে আইনসৃঙ্খলা বাহিনীকে সাফ জানিয়ে দিয়েছেন নারায়ণগঞ্-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
তিনি বলেন, আমার কাছে আসলে সবাই ফেরেশতা সাজে, আমার কোন মাস্তান,লাঠি ও বন্দুকের দরকার নেই। কারন আমি জানি আমি নিজেই বড় মাস্তান।
১লা মার্চ রবিবার নারায়ণগঞ্জ পুলিশ লাইনে পুলিশ মেমোরিয়াল ডের আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের অন্য কোনও দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই,কিছুসংখ্যক প্রশাসনের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, আমারই যথেষ্ট। রাতের বেলা দুই লাখ লোক জরো করতে মাত্র ১ ঘন্টা সময় লাগে আমার। আমার জানি কিভাবে আন্দোলন করতে ও আন্দোলন ঠেকাতে হয়।
সভায় পুলিশ সুপার মো. জাহিদুল আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন সহ আরো অনেকে।
bangladesh pritidin, BD jobs, bdprotidin, jugerchinta24, newsnarayanganj], press narayangnaj
আরো পড়ুন’