আলফাডাঙ্গা

আলফাডাঙ্গায় নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে চরডাঙ্গা ও বাজড়া সহ বিভিন্ন এলাকা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নদী ভাঙ্গন চরম আকার ধারন করেছে। নদাীতে বিলীন হয়ে যাছে হাজারো ঘর-বাড়ী ও আবাদি জমি। ‍নদী ভাঙ্গনে নিঃস্ব হয়ে যাচ্ছে এলাকার জনগন।

সবচেয়ে বেশি ভাঙ্গনের কবলে পড়েছে চরডাঙ্গা ও বাজড়া এলাকা । ভাঙ্গনে চরম ঝুকিপূর্ণ ভাবে রয়েছে বাজরা চরডাঙ্গা জনগনের একমাত্র চলাচলের পাকা রাস্তা।

এ বিষয়ে উপজেলার ৪ নং টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন পদপ্রার্থী সিকদার লিটন নারায়ণগঞ্জ বাণী২৪.কম কে জানায়, ভাঙ্গনে ঝুকির বিষয়ে এমপি মহোদয়কে জানানোর পর অনুদানে আসছে বলে নিজের উপর দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন।

তিনি জানায়, ১০০ ভাগ নৌকা প্রতিকে ভোট প্রদান করে থাকে এ এলাকার জনগন। তবুও কেন তাদের  এ দশা…! নদী ভাঙ্গনের মতো বিপদের স্থানীয় জনপ্রতিনিধি কেন নিরব…?

উক্ত ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী সিকদার লিটন মাননীয় প্রধান মন্ত্রীর কাছে বিষয়টি আমলে নিয়ে এই এলাকার নদী ভাঙ্গন কবলিত লোকজনদের রক্ষা করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*