নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ জনগনের দাবীর মুখে ও ক্ষোবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ স্থগীত ও স্বপদে বহালের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ।
আজ জন প্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন দোদুল এ নির্দেশ প্রদান করেন।
এর আগে গতকাল রাজধানীর উত্তরায় আড়ং শোরুমকে সাড়ে চার লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয়াওর পর সোমবারই তাকে খুলনা জোনে বদলির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ২৫ মে একজন ক্রেতা উত্তরা আড়ং থেক একটি পান্জাবী ক্রয় করে ৭১৩ টাকায়, পরে ৩১ মে একই আউটলেট থেকে পান্জাবীর দাম রাখা হয় ১৩১৫ টাকা।
এর সাথে ওই গ্রাহক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করার পর অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনার করে ৪ লাখ ৫০ হাজার টাকা অধিক জরিমানা ও সেই আউটলেটি সাময়িক বন্ধ ঘোষনা করে।