নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আনোয়ার হোসেন (৪৭) এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে নারী সহ আরও অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
৬ আগস্ট বৃহষ্পতিবার ভোর সাড়ে ৫ টায় উচিতপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার হানিফ ও অত্র ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর গ্রুর্পে মধ্যে সংঘর্ষে উপজেলার কাদিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আনোয়ার হোসেন আড়াইহাজার উপজেলার কাদিরদিয়া পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলীর পুত্র।
নিহত আনোয়ার হোসেনের স্বজনরা জানায়, ৫ নং ওয়ার্ড মেম্বার হানিফ এবং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের সাথে রাজনৈতিক বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় তার জাফরের বাড়িতে হামলা চালিয়ে ভংচুর করে হানিফ ও তার লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
পুনরায় হানিফের লোকজন বৃহষ্পতিবার ভোরে জাফরের বাড়িতে হামলা চালায় । লোকজন বাড়িতে না থাকায় তার ভাই আনোয়ারকে বাড়িতে একা পেয়ে তাকে বেধরক মারধর করে। আহত অবস্থায় আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যূ হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার্স ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।