নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আড়াইহাজারে ৪ যুবকের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় একজনের পরিচয় পাওয়া গেছে। তাহার নাম লুৎফর।
২১ অক্টোবর বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে এসে নিহত লুৎফরের স্ত্রী রেশমা আক্তার লুৎফরের লাশ সনাক্ত করে।
লুৎফা আক্তার জানান, নিহত লুৎফর পেশায় একজন বাস চালক । লুৎফরের পিতার নাম মনসুর মোল্লা, তিনি রাজধানী ঢকার রামপুরায় পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া থাকেন। তিনি অরও জানান, শুক্রবার বিকাল ৫টায় তিনি বাসা থেকে বের হন এবং ৭টায় গাড়ী নিয়ে
রাস্তায় নামেন, রাত ১টায় সর্বশেষ ফোনে কথা হয় স্ত্রী রেশমার পরে মোব্ইল বন্ধ পাওয়া যায়। রবিবার সকালে আড়াইহাজাওে ৪ যূবকের
লাশ উদ্ধারের খবর টিভিতে দেখে তিনি নারায়ণগঞ্জ জেনারেল হাসহাতালে ছুটে অসেন এবং তার স্বামীর পড়নের টি-শার্ট দেখে তার স্বামীর
লাশ সনাক্ত করেণ। তাহাদের একটি ছেলে রিশাদ ও লিজা নামের ১টি কণ্যা সন্তান রয়েছে বলে জানায় রেশমা আক্তার। নিহত লুৎফরের বড় ভাই ইউনুছ মোল্লা ও নিকট আত্বীয়রা তার সাথে ছিলেন।
এর অগে ২১ অক্টোবর রবিবার সকালে আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৪ যূবকের লাশ উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ। সেই সাথে ২টি পিস্তল ও একটি মাইক্রোবার উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের পারস্পরিক দন্দে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আড়াইহাজার উপজেলার ঢকা-সিলেট মহাসড়কের পাচরুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৪ যূবকের লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনা স্থলে এসে চার জনের লাশ উদ্ধার করে। এবং নিহত দুইটি লাশের নিচ থেকে ২টি পিস্তল উদ্ধার করা হয় এবং একটি মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জণ্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।