নারায়ণগঞ্জ বাণ২৪.কমঃ গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২৭ মে বুধবার রাত ৯ টা ৫৫ মিনিটে হাসপাতালের নিচ তলার অস্থায়ী করোনা ইউনিটের আইসিইউ থেকে আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় নিহত হয়েছে করোনা আক্রান্ত ৫ রোগী, তাদের লাস উদ্ধার করা হয়েছে।
আগ্নিকান্ডের ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ১ জন নারী ও ৪ জন পুরুষ। তবে তাৎক্ষনিক ভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। এরপর ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ইউনিট।
এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় হলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার মো. রায়হান। তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।তবে অগ্নিকান্ডের ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে ফায়ার সার্ভিস পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ইউনাইটেড হাসপাতালের অস্থায়ী ইউনিটে ৫ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিল। অগ্নিকান্ডের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আর কোন হতা হটের খবর পাওয়া যায়নি।