ঈদুল ফিতর

ঈদুল ফিতর উদযাপনে যে ১৪ টি নির্দেশনা দিলো পুলিশ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা সংক্রামন ঠেকাতে ঈদুর ফিতর উদযাপনে ১৪ টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ২২ মে শুক্রবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪টি নির্দেশনা দেয়।

নির্দেশনা গুলো হল….

  • ১) করোনা পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত থেকে বিরত থাকতে হবে।
  • ২)   ঈদ উদযাপনের লক্ষ্যে যারা ঢাকার বাইরে যাচ্ছেন, তারা বাসাবাড়ি ত্যাগের আগে রুমের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করুন েএবং বাসা অথবা ফ্ল্যাটের মেইন গেটে অটোলক ব্যবহার করুন।
  • ৩) মার্কেট/শপিংমলের  মালিক পক্ষ  মালিক পক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন। একই সাথে পাশের থানা বা পুলিশ ফাঁড়ির সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।
  • ৪) আত্মীয়-স্বজনদের বাসায়  মূল্যবান সামগ্রী রেখে যান।
  • ৫) মসজিদে শৃঙ্খলার সঙ্গে প্রবেশ ও বের হওয়ার  জন্য আলাদা রাস্তা রাখার অনুরোধ করা হলো মসজিদ কমিটিকে।
  • ৬) কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা থেকে বিরত থাকুন।
  • ৭) জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না এবং মুসল্লিরা জায়নামাজ নিয়ে আসবেন।
  • ৮) মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পনি রাখতে হবে।
  • ৯) মুসল্লিদের  বাসা থেকে অজু করে মসজিদে আসতে হবে এবং কমপেক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।
  • ১০) নামাজে পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে।
  • ১১)   মুসল্লিরা অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।
  • ১২) ঈদের নামাজের সময় নামাজের কাতারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
  • ১৩) মসজিদে থাকা টুপি ও জায়নামাজ ব্যবহার করা যাবেনা ।
  • ১৪) এক কাতার অন্তর অন্তর কাতারবদ্ধ হতে হবে।

দে গ্রামের বাড়ি যেতে মানতে হবে যে শুর্তগুলো-যানতে ক্লিক করুন

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের করোনার অবস্থা জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন নিচের লিংকে ক্লিক করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন