নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশ্বব্যাংককে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। world bank
আরও পড়ুন-রুপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা
প্রধানমন্ত্রী বলেন. বাংলাদেশকে একটি ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার জন্য বিশ্বব্যাংক আমাদের সাথে থাকবে উৎসাহব্যঞ্জক যাত্রায়। একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য যৌথ আস্থার চেতনায় একসাথে কাজ করার আববোনো জানান তিনি।
১লা মে সোমবার যৌথভাবে ৫০ বছরের বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব উপলক্ষে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের সাথে নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তিনি। w
orld bank
আলোকচিত্রতে বাংলাদেশের পিছিয়ে থাকা লোকদের উন্নয়নের গল্প তুলে ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি বাংলাদেশকে একটি সহনশীল ও সমৃদ্ধ ভূমিতে পরিণত করার জন্য আমাদের সরকারের সংকল্পের প্রতিফলন। বাংলাদেশের অভিন্ন শত্রু হচ্ছে দারিদ্র্য ও ক্ষুধা এবং আমরা এগুলো কাটিয়ে না ওঠা পর্যন্ত বিশ্রাম নেব না।