এই ঈদে সাদা পাঞ্জাবি!

রিপোর্টার : রোহান অর্পন –বলা হয়ে থাকে সাদা শুভ্রতার প্রতিক। সাদার উপর আর কোনো রঙ নেই। সাদা আদৌ কোন রঙ কিনা তাতেও কিন্তু বেশ সন্দেহ আছে। এই উষ্ণ মৌসুমে সাদা পাঞ্জাবির চেয়ে ভালো আর কি হতে পারে?

পাঞ্জাবির ক্ষেত্রে লাইফটাইম ট্রেন্ড হলো সাদা পাঞ্জাবি। এছাড়া সাদা রঙের পাঞ্জাবি যতো টা না সাধারণ তার চেয়েও বর্ণোজ্জল! প্রিন্ট, অ্যামব্রয়ডা‌রি, হাতের কাজ সকল ধরণের ডিজাইন ই মানানসই সাদা পাঞ্জাবির ক্ষেত্রে। কোনো ধরণের ডিজাইন ছাড়া একদম প্লেইম পাঞ্জাবি যেনো আরও চমৎকার মনে হয় বাজারে সাদা পাঞ্জাবির চাহিদা অনেক। ক্যাজুয়াল ও ফরমাল উভয় লুকের জন্য সাদা পাঞ্জাবিই পারফেক্ট।

পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে প্রবীণ সদস্যের গায়েও সাদা পাঞ্জাবী হবে মানানসই। সাদার রয়েছে আরও প্রকারভেদ। অফহোয়াইট, পিউর হোয়াইট আরও কতো কি! তাই এই ঈদে থাকতে পারে আপনার উইশ লিস্টে সাদা পাঞ্জাবি। আপনি যদি রাজধানীর শপিংমল গুলোতে ঘুরে ঘুরে রঙবেরঙ এর পাঞ্জাবি দেখে ভেবাচেকা খাচ্ছেন যে কোনটা রেখে কোনটা নিবেন তাহলে নিঃসন্দেহে সাদা পাঞ্জাবি কিনতে পারেন।

কোথায় পাবেন : বাংলাদেশের বিভিন্ন লাইফস্টাইল ব্র‍্যান্ডগুলো তে যেমন ইনফিনিটি মেগামল, এক্সট্যাসি, আরঙ, অঞ্জনস, কে ক্রাফট, জেন্টল পার্ক, দরজি বাড়ি, লুবনান, লা রিভ, ইয়েলো  ইত্যাদি। এছাড়া পাঞ্জাবির জন্য বিশেষ কিছু মার্কেট আছে। রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, আয়েশা শপিং কম্পলেক্স, বায়তুল মোকারম মার্কেটের দোকান গুলো তে খোঁজ নিতে পারেন।

দরদাম : সাধারণত ব্র‍্যান্ডের পাঞ্জাবি গুলোর প্রাইজ রেঞ্জ হয় ১০০০ থেকে শুরু করে ৪০০০ টাকা পর্যন্ত। তবে লোকাল মার্কেট গুলোর প্রাইস সর্বনিম্ন ৪০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকার মধ্যে কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Sonargaon News

সোনারগাঁয়ে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সারে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।