নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ একবার স্প্রে করার ফলেই ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকবে এমনই এক জীবণুনাশক তৈরি করেছে হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ।তবে সুধু সাধারন জিবানু নয়, বর্তমান সারাবিশ্বে চলামান মহামারি করোনা ভাইরাসকেও ধংস করতে পারবে টানা ৯০ দিন পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের অ্যাডজান্ট প্রফেসর জোসেফ কোয়ান জানান, যেসব জায়গা সাধারনত পাবলিক স্পর্শ বেসি পরে যেমন, লিফটের বাটনে, সিঁড়ির হাতললে অনেক জীবাণু ও ব্যাকটেরিয়া থাকে সেসকর স্পর্শ কারত জায়গার জন্য এই স্প্রেটা অনেক উপকারি।
যে স্থানে জীবাণূনাাশকটি স্প্রে করা হবে, সেই স্থানে একধরনের বিশেষ প্রলেপ তৈরি হবে,যা আগামী ৯০ দিন পর্য্ন্ত কার্যকর থেকে কভিন-১০ সহ সকল ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাসদের ধংস করবে।
হংকং শহরের শপিংমল, স্কুল, ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ জীবাণুনাশকটি ইতোমধ্যে এই জীবাণুনাশকের ব্যবহার শুরু করেছে।