ঘূর্ণিঝড় বায়ু

এবার তৈরি হচ্ছে শক্তিশালী ”ঘূর্ণিঝড় বায়ু”,আঘাত আনবে মে মাসেই-পড়ুন বিস্তারিত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঘূর্ণিঝড় ফণী’ র রেশ না  কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় বায়ু’। এটি আঘত আনতে পারে মে মাসের ২৬ তারিখের দিকে। তবে ২৬ মে থেকে  ৩ জুনের মধ্যেবর্তি দিন গুলোতেও আঘাত আনতে পারে ” ঘূর্ণিঝড় বায়ু ”।

ঘূর্ণিঝড় ফণী’র নাম করন করেছিল বাংলােদেশ, তবে আগত ঘূর্ণিঝড় বায়ূ’র নামকরন করেছে ভারত।

ভারতের আবাহাওয়া অধিদপ্তর থেকে ঘূণিঝড় বায়ু’ র বিষয়টি নিশ্চিত করা হয়েছে । তাবে এটি কোন রেখায় আঘাত আনবে তা এখনো নিশ্চিত করেনি ভারত আবাহাওয়া অধিদপ্তর।

এর আগে আগে ঘূুর্ণিঝড় ফণী ভারতের  ওড়িশা ও পশ্চিমবঙ্গে প্রবেশ করে ও বাংলাদেশের খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চল হয়ে প্রবেশ করে আসামের দিক দিয়ে বেরিয়ে যায়।

সূত্র-বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ঘূর্ণিঝড় 'আম্ফান'

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বায়ু- আঘাত আনবে ১৩ ই জুন-পড়ুন বিস্তারিত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঘূর্ণিঝড় “ফণি’র প্রভাব থেকে মুক্ত হতে পারেনি এখনো জনগন। এরই মাঝে আবারো ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় “বায়ু।