নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ”এসো”-(Education & solidarity Organization-ESO)-এর ১০ম বছরে পদার্পণ। ভারতেশ্বরী হোমসের এসএসসি ব্যাচ ‘৯৪ দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হচ্ছে ‘‘এসো”-(Education & solidarity Organization-ESO)।
২০১০ সালের ১৪ ই মে, সুবিধা বঞ্চিত ছাত্রীদের শিক্ষা ভাতা প্রদানের মাধ্যেমে শিক্ষা গ্রাহনের সুযোগ করে দেওয়ার মাধ্যেমে শুরু হয় প্রতিষ্ঠানটির যাত্রা। ২০১০ সালের সেপ্টেম্বর থেকে বিদ্যাপীঠ ভারতেশ্বরী হোমসের ৪ জন ছাত্রীর মাসিক ফি প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।
তারপর থেকে নিয়মিত ভাবে সুবিধা বঞ্চিত ছাত্রীদের শিক্ষা ভাত প্রদান চলমান রয়েছে । বর্তমানে ভারতেশ্বরী হোমসের ১০ জন ছাত্রীর থাকা খাওয়া খরচ সহ শিক্ষা খরচ এবং ২ জন ছাত্রের শিক্ষা ব্যায় বহন করছে এসো।
এছাড়াও বিভিন্ন সামাজিক এবং মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করছে প্রতিনিয়ত। বর্তমান এই প্যান্ডেমিক অবস্থায় ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, জামালপুর এবং সাতক্ষীরা সহ সারাদেশে কয়েক শতাধিক পরিবার কে খাদ্য সামগ্রী এবং নগদ সহায়তা প্রদান করেছে এসো।
বর্তমানে ৬০ জন সদস্যর পরিবার ”এসো”(Education & solidarity Organization-ESO)।
১৫ই মে ২০১৫, চলমান কার্যক্রমের গতি বৃদ্ধির করার জন্য সংগঠনে রুপ প্রদান করা হয় । সারিয়া নাফিয়া বর্নাকে সভাপতি ও নাহিমা সুলতানাকে সাধারন সম্পাদক করে ঘোষনা করা হয় কার্যকারী কমিটি।
সারা বিশ্বে চলমান মহামারি করোনা ভাইরাসের তান্ডবে লণ্ডভন্ড গোটা বিশ্ব। মানবিক দিক বিবেচনায় রেখে ১৪ মে কে ভিন্ন ভাবে পালন করা হয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকী। বর্তমান কার্যকারীকমিটিতে থাকা সাবাই মিলে অনলাইন ভিডিওর মাধ্যেমে করেন শপথ পাঠ।
শপথ – যেকোন পরিকল্পনাকে বাস্তবায়নে রূপদানের জন্য শক্তিশালী ভুমিকা পালন করে থাকে । “এসো”-র এক্সিকিউটিভ সদস্যদের পরিচালনায় আমাদের সেই “শপথ” আপনাদের সামনে তুলে ধরছি ।হে পরম করুনাময়, আমাদের শক্তি দাও, সাহস দাও। আমরা যেন মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, ব্যক্তিগত লোভ, হিংসা, অহংকার ও স্বার্থ ত্যাগ করতে পারি। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে গ্রাহ্য করি। হে মহান সৃষ্টিকর্তা, তুমি আমাদের অন্ধকার হতে আলোর, অসত্য হতে সত্যের সন্ধান দাও। সাহায্য কর পরিপূর্ণ সার্থক মানুষ হতে। হে পরম করুনাময়, আমাদেরকে সাহায্য কর। আমরা যেন "এসো"র লক্ষ্য বাস্তবায়নের কঠিন পথ পাড়ি দিতে পারি এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি। আমীন।
Gepostet von Afroza Begum am Donnerstag, 14. Mai 2020
এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাহিমা সুলাতানা রেখা সুদূর অস্ট্রেলিয়া বসে নৃত্য পরিচালনা করেন। তার পরিকল্পনায় অনলাইনে নৃত্য পরিবেশন করে দেশে ও বিদেশে থাকা দুই বছরের শিশু রুবাইসা সহ মৌমিতা , আদিবা, মুসকান, সম্পূর্না এবং জল। একই সাথে সদুর ইংল্যান্ড বসে আফরোজা বেগম ’’এসো’’র ভিডিও সহ সকল প্রকার প্রয়োজনীয় কনটেন্ট এডিটিং করেছেন।
এবারের পরিবেশনা একটু ভিন্ন মাত্রার, ভিন্ন বল্লাম এ জন্যই যে এর পরিবেশনায় আছে আমাদের ছোট্ট সোনামনি রুবাইসা , যেকিনা কিছুদিন পর দুই য়ে পা দিবে , আরো আছে – মৌমিতা , আদিবা, মুসকান, সম্পুরনা এবং জল । এরা আমাদের মেয়ে, আমাদের ভবিষ্যত । সেই সুদুর অস্ট্রেলিয়া থেকে Nahima Sultana Rekha নৃত্য পরিকল্পনা করে এবং অনলাইনে তার পরিচালনা করে এত চমৎকার উপস্থাপনা উপহার দিয়েছে । আশাকরি আপনাদের ভাল লাগবে ।
Gepostet von Afroza Begum am Donnerstag, 14. Mai 2020
নারায়নগঞ্জ বানী২৪.কম এর পক্ষ থেকে এসো কে জানাই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। মানবতার উতকৃষ্ট উদাহরণ হোক “এসো”।