ঘূর্ণিঝড় বায়ু

ওড়িশায় ২১০ কি.মি বেগে ফণী’র আঘাত,বাংলাদেশে হানা দেবে সন্ধা ৬ টায়

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ভারতের ওরিশায় ২১০ কিলোমিটার গতিকে আঘান এনেছে ঘূর্ণিঝড় ফণী । স্থানীয় সময় সকাল ৮ টা ৪৫ মিনিটে আঘান আনে ঘূর্ণিঝড় ফণী।

এটি প্রথমে  রাজ্যের পুরি উপকূলে ২১০ ঘন্টায় গতি নিয় আঘাট আনে । তবে এর আগেই স্থানীয় প্রায়  ১১ লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। জন জীবনের তেম ক্ষতি না হলেও ঘর-বাড়ী,গাছপালা দুমরে যাওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ আবাহওয়া অধিদপ্তার থেকে জানানে হয়েছে শুক্রবার সন্ধা ৬ টায় খুলনা অঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে আঘান আনবে।

ফণী’র প্রভাবে উপকুলিয় অঞ্চলে ৪ থেকে ৫ ফুট উচ্চতয় স্থল এলাকা প্লাবিত হতে পারে বলেও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ঘূর্ণিঝড় ফণী’তে বাংলাদেশে যত ক্ষয়ক্ষতি-পড়ুন বিস্তারিত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ভারতে আঘাত আনার পর শনিবার সকালে বাংলাদেশে আঘাত আনে ঘূর্ণিঝড় ফণী। তবে তেমন