নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বরেণ্য অভিনেত্রী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ।
আরও পড়ুনঃজেনে নিন শনিবারের নারায়ণগঞ্জের করোনার সর্বশেষ খবর
বরেণ্য অভিনেত্রী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য। সারাহ বেগম কবরীর মৃত্যুতে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শামীম ওসমান বলেন, সারাহ বেগম কবরী” তিনি আমার চাচী ছিলেন,গত ৩-৪ মাস আগে অমার সাথে কথা হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন, তোমার সাথে আমার কথা আছে, তুমি বাসায় আসো। আম বলেছিলাম আসবো,কিন্তু কভিটের কারনে যাওয়া হলো নার আমার চাচির জন্য আমি নামাজ পড়ে দোয়া করেছিলাম। তার মৃত্যুতে আম অত্যন্ত মর্মাহত।কবরী চাচীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসীব করুক। সবাই আমার চাচীর জন্য দোয়া করবেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরেণ্য অভিনেত্রী ও সারাহ বেগম কবরী গত রাত ১২ ৩০ মিনিটের দিকে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আজ ১৭ ই এপ্রিল শনিবার দুপুর ২ টায় সারাহ বেগম কবরীকে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।এর আগে বাদ জোহর কবরস্থান প্রাঙ্গণে সারাহ বেগম কবরীর জানাজা অনুষ্ঠিত হয়।