নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত ২৪ ঘন্টায় সারা দেশে থেকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)।হেল্পলাইনে ২৫৯১৬ টি কল এসেছে বলে জানিছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।
১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।
তিনি জানান বাংলাদেশে নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ৩ জন একই পরিবারের। পরিবারের এক সদস্য সম্প্রতি ইতালি থেকে বাংলাদেশে এসেছে।