নারায়ণগঞ্জ বাণী২৪.কম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ।
‘বঙ্গবন্ধু’ ছবিতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তার। অভিনয়ে অংশগ্রহণ করার জন্য ভারতের মুম্বাইয়ে গমন করার কথা ছিল চিত্রনায়ক রিয়াজের।
বর্তমান নিয়ম মোতাবেগ কোন দেশে ভ্রমন করার জন্য করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক।
নিয়ম অনুযায়ি গত ২৮ মার্চ করোনা পরিক্ষার জন্য নমুনা প্রদান করেন তিনি।
গত ২৮ মার্চ নমুনা পরীক্ষায় চিত্রনায়ক রিয়াজের করোনা পজেটিভ আসে।
আজ শুক্রবার করোনা পজেটিভ আসার বিষটি গনমাধ্যমকে চিত্রনায়ক রিয়াজ নিজেই জানিয়েছে । তবে তার শারীরিক কোন সমস্যা নেই বলেও জানান তিনি।