র‌্যাব-১১

করোনায় আক্রান্ত র‌্যাব-১১ এর ৫৫ সদস্য-নিজ দপ্তরে আইসোলোশনে-সুস্থ আছেন সবাই

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে এ পর্যন্ত র‌্যাব-১১ এর ৫৫ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন । একই সাথে আক্রান্ত র‌্যব-১১ এর ৫৫ সদস্যই তাদের নিজস্ব দপ্তরে আইসোলোশনে আছেন এবং এখনো পর্যন্ত তারা সুস্থ আছেন।র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব অধিনায়ক জানান, এ পর্যন্ত র‌্যাব-১১ এর ৫৫ সদস্য করোনায় অক্রান্ত হয়েছেন। সিদ্ধিরগঞ্জ র‌্যাব-১১ এর সদর দপ্তরের চার তলায় ১৪০ শয্যা বিশিষ্ট এবং কালিরবাজারে র‌্যাব ক্রাইম প্রিভেনশন কোম্পানির দপ্তরে ২০ শয্যা বিশিষ্ট আইসোলোশনের ব্যবস্থা করা হয়েছে। আক্রান্ত র‌্যাব সদস্যরা এখানেই আইসোলোশনে আছে। তাদের সার্বিক ভাবে দেখাশোনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

তাদের কে নিয়মিত ফলমুল, চা, সহ প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হচ্ছে। তাদের জন্য পত্রিকার ব্যবস্থা ও করা হয়েছে।

তিনি অরারও জানান, আক্রান্ত র‌্যাব সদস্যদের করোনা উপসর্গ ছিলনা, তারা সামাজিক দুরত্ব বজায় রাখা , অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা প্রদান সহ নানা কাজে সবার সংস্পর্শে যেতে হয় সে হিসেবে তাদের নিকট থেকে করোনা না ছড়াতে পারে সেজন্য দয়িত্ব প্রাপ্ত র‌্যাবের অনেক সদস্যকে করোনা পরীক্ষা করা হয় এদের মধ্যে এ পর্যন্ত ৫৫ জনের মধ্যে কোভিট-১৯ পজেটিভ আসে। এখনো পর্যন্ত তারা সুস্থ রয়েছে বলে জানান র‌্যাব-১১ এর অধিনায়ক।

আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান মাদকসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এই সাথে তাদের দখল হইতে ১৬ কেজি গাঁজা, ৩৬৫ পিস ইয়াবা ও ২৫০