নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ কেন্দ্রীয় ভাবে করোনা সংক্রমনের ঝুকি বিবেচনা করে রুপগঞ্জ জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে । একই সাথে পার্শবর্তি আড়াইহাজার উপজেলাকেও করোনা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নারায়ণগঞ্জের সকল উপজলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৩ জন। এর মধ্যে শুধু রুপগঞ্জ উপজলায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ১৯ জন। রুপগঞ্জে নতুন আক্রান্ত ১৯ জন সহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭২৩ জন।
করোনা আক্রান্তের দিক থেকে নারয়ণগঞ্জে মধ্যে রুপগঞ্জের আবস্থান ৩য়। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত সংখ্যা নারায়ণগঞ্জ সিটি এলাকায় ১৪৭৯ জন এবং ১০৭০ জন আক্রান্ত নিয়ে ২য় অবস্থানে নারায়ণগঞ্জ সদর উপজেলা।
সম্প্রতি নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও আড়াইহাজর উপজেলায় বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। তাই সংক্রামনের ঝুকি বিবেচনা করে নারায়ণগঞ্জের রুপগঞ্জ, আড়াইহাজার,নারায়ণগঞ্জ সিটি এলাকা এবং সদর উপজেলাকে কেন্দ্রীয় ভাবে করোনার রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় রুপগঞ্জে করোনায় আক্রান্ত সহ আড়াইহাজারে আক্রান্ত ১৩ জন এবং করোনা রেড জোন নারায়ণগঞ্জ সিটিতে ১১ জন ও সদর উপজেলায় ৮ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে। এছাড়াও সোনারগাঁ উপজেলায় আক্রান্ত হয়েছে ২ জন।