করোনা চিকিৎসায়

করোনা চিকিৎসায় মাত্র ৪০ পয়সার অ্যান্টাসিডে আশার আলো দেখছে গবেষকরা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা চিকিৎসায় আবারো আশার আলো দেখাতে শুরু করেছে মাত্র ৪০ পয়সার অ্যান্টসিড ওষধ। ইতিমধ্যে পুরোদমে গবেষনা শুরু করে দিয়েছে বিশ্বের বড় দেশ গুলো।এবার করোনা ভ্যাকসিন আবিস্কারের জল্পনা তুঙ্গে একটি অতি স্বস্তার অ্যান্টাসিড  ৷ অ্যান্টাসিডটি হল ফ্যামোটিডিন ৷ নতুন গবেষণায় এরকমই চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে ভারত চিকিৎসা বিজ্ঞানের গবেষরা।

বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে ফ্যামোটিডিন পর্যাপ্ত পরিমাণে তৈরি রাখারও নির্দেশ দিয়েছে ভারতের মোদি সরকার। একই সাথে এই অ্যান্টাসিডটি উৎপাদন আরও বাড়ানোর জন আলোচনাতেও বসছে মোদি সরকার বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি গুলোর সাথে। banglades new, news 24, all narayanganj news, corona update, Samim osman , salim 

নিউইয়র্কে করোনা রোগীদের উপরে এই অ্যান্টাসিড ক্লিনিকাল ট্রায়ালে ভাল ফলাফল পাওয়া গেছে বলে জানানো হয়েছে। একই সাথে  চীনেও এই ওষুধের ট্রায়াল চলছে। শামীম ওসমান টকশো, আইভি, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের খবর, রেসিপি, সরকারি ছুটি,jugerchinta24,  

মহামার করোনায় সারা বিশ্বে আক্রান্ত প্রায় ৩৪ লাখ মানুষ। করোনা আক্রান্ত দেশ গুলোর মধ্যে  আমেরিকা ও ইউরোপের দেশ ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্স অন্যতম। jugerchinta 24, live narayangnaj, livenarayanganj, pressnarayanganj

আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন..

সূত্র-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

নারায়ণগঞ্জে নাশকতায় জড়িত আরও ২৫ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলা থেকে আরও ২৫ জন কে  গ্রেফতার করা হয়েছে।