নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে জরুরী সভা করেছে করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি।
নারায়ণগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ২৪ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা নিয়ে সৃষ্ট সকল সমস্যা মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
সভায় জানানো হয় গতকাল বেলা ১১ পর্যন্ত বিগত ২৪ ঘন্টা পর্যন্ত নারায়ণগঞ্জে কোয়ারেন্টানে রাখা হয়েছে ৩৮ জন এবং হোম কোয়ারেন্টানে সহ মোট ১৮৬ জন এদের মধ্যে ১৪ জন আউট হয়েছেন। সভায় করোনায় অক্রান্ত হয়ে মৃত্যূ বরন করলে আইইডিসিআরের নির্দেশনা মেনে দাফন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। সভায় জানানো হয় নারায়ণগঞ্জ কালির বাজারে নব নির্মিত চীফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট ভবনে ১০০ শয্যা বিশিষ্ট কোয়ারেন্টানের ব্যাবস্থা করা হয়েছে এবং প্রতিটি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ৫টি বেড বিশিষ্ট কোয়ারেন্টানের ব্যবস্থা রাখা হয়েছে।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসক মো জসিম উদ্দিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ইতিমধ্যে সেনা জেলা প্রশাসনের চাহিদা মোতাবেক সেনাবহিনীর টিম নারায়ণগঞ্জে এসে পে্যঁছেছে এবং তাদের কাজ শুরু হয়ে গেছে। সেনাবাহিনী প্রতিটি উপজেলা পর্যায়ে কাজ করবে তবে সদর টিম সদর উপজেলা ও জেলা শহরে কাজ করবে। সেনা বাহিনী কি ধরনের দায়ীত্ব পালন করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেনা বাহিনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের সহায়ক হয়ে কাজ করবে। সামাজিক দূরত্ব বজার রাখা