নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে করোনা বীর খ্যাত ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনা মুক্ত হয়েছেন। কাউন্সিলর খোরশেদ
তার করোনা পরীক্ষায় দ্বিতীয়বার কেভিট-১৯ নেগেটিভ এসেছে। তিনি এখন হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। কাউন্সিলর খোরশেদ
৬ জুন শনিবার নাসিক ১৩ নং ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আলী সাবাব টিপু জানান, করোনা পরীক্ষায় কাউন্সিলর খোরশেদের স্ত্রী করোনা মুক্ত হয়েছেন। স্বয়ার হাসপাতাল কতৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছেন। হাসপাতাল থেকে তিনি রাজধানীর মগবাজারে তার পিতার বাড়িতে উঠেছেন।
এদিকে কাউন্সিলর খোরশেদের করোনা পরীক্ষায় দ্বিতীয়বার কোভিট-১৯ পজেটিভ এলেও তিনি এখন শঙ্কামক্ত। তার শারিরিক অবস্থা অনেকটা স্বাভাবিক এবং করোনার উপসর্গ না থাকায় তিনি বর্তমানে নিজ বাড়িতে আইসোলোশনে আাছেন।
এর আগে খোরশেদ দম্পতি করোনায় আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হলে জেলায় একটি হাসপাতালে ভর্তি হয়েও আইসিইউ খালি না পেয়ে উপযুক্ত চিকিৎসা গ্রহন করতে পারছিলেন না। তাদের এ বিপদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহযোগীতায় তাদেরকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে শুক্রবার তাদের করোনা পরীক্ষায় থোরশেদের কোভিট-১৯ পজেটিভ এলেও তার শারিরিক অবস্থা স্বাভাবিক এবং উপসর্গ না থাকায় তাকে বাড়িতে আইসোলোশনে থাকার পরামর্শ দেয় হাসপাতাল কতৃপক্ষ। আরদিকে পরোপুরি করোনা মুক্ত হওয়ায় খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনাকে শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।