নারায়ণগঞ্জ বাণী২৪ঃ সারা দেশের জেলা শহরের মধ্যে করোনায় আক্রান্তের দিক থেকে সবচেয়ে ঝুঁকিতে আছে নারায়ণগঞ্জ জেলা। আর এখানে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের প্রক্রিয়া বিলম্বের কারনে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে নমুনা সংগ্রহ জোরদার করা হচ্ছে দিন দিন।
এরই মধ্যে ১৯ এপ্রিল শনিবার নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কার্যক্রম কে আরও দ্রুত ও গতিশীল করতে ঢাকা থেকে নারায়ণগঞ্জে এসেছে ২৫ সদস্যের বিশেষ টিম।
১৯ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় যারা ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন তাদের পুনরায় নমুনা সংগ্রহ, আক্রান্তদের পরিবার-আত্মীয় স্বজন এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত থাকবে এ বিশেষ টিম। তারা ১০ দিনের কর্মসুচি নিয়ে নারায়ণগঞ্জে এসেছে।