নারায়ণগঞ্জ বাণী২৪ঃ দেশে করোনা প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারালেন আরও এক পুলিশ সদস্য। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। পুলিশ সদস্যের মৃত্যু
নিহত পুলিশ সদস্যের নাম মোখলেছুর রহমান। তিনি চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার টামটা এলাকার বাসিন্দা।
২১ মে বৃহষ্পিতিবার বাংলাদেশ পুলিশের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, নিহত মোখলেছুর রহমান চট্রগ্রাম জেলা পুলিশের অধীনে সদর আদালতে কর্তব্যরত ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন কণ্যা, এক পুত্র ও অসংখ আত্মীয় স্বজন রেখে যান। পুলিশ সদস্যের মৃত্যু
করোনা যুদ্ধে নিহত কনস্টেবল মোখলেছুর রহমানের মৃত্যুতে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেণ।
নিহতের মরদেহ উর্দ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।