নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা ভাইরাসে টিকা নিয়েছেন পবিত্র কাবা শরীফের তিন ইমাম শায়খ আবদুর রহমান আস সুদাইস, ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বালিলাহ এবং ইমাম শায়খ ড. ইয়াসির দোসারি।
কাবা শরীফের প্রধান ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইসহা রামাইন পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
মক্কায় অবস্থিত বাদশাহ আবদুল্লাহ মেডিকেল সিটিতে ২২ মার্চ মঙ্গলবার পবিত্র নগরী মক্কার হেলথ ক্লাস্টারের সিইও ড. দিলশান আলি আব্বাসকে সাথে নিয়ে করোনা টিকা সেন্টারে প্রথম টিকা নেন রামাইন পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট ও কাবা শরীফের প্রধান ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইসহা রামাইন।
তায়েফের একটি টিকাদান কেন্দ্রে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন শায়খ বান্দার বালিলাহ এবং মক্কার একটি কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেন পবিত্র কাবার কনিষ্ঠতম ইমাম ইমাম শায়খ ড. ইয়াসির দোসারি।