১২ নির্দেশনা

করোনা সচেতনতায় মসজিদ সহ সব উপাসনালয় থেকে মাইকে প্রচার করতে হবে ১২ টি নির্দেশনা

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ করোনা ভাইরাস সংক্রমনণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি মসজিদ-মন্দির সহ সকল ধর্মীয় উপাসনালয়ের মাইকে ১২ নির্দেশনা প্রচারের আবহান জানিয়েছে ধর্ম মন্ত্রনালয়।

৮ জুন সোমবার ধর্মমন্ত্রনালয়ের এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহবান জানানো হয়। এতে স্থানীয় প্রশাসন, ইসলামী ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ও খুষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা কর্মচারি ও সংশ্লিষ্ট মসজিদ ও উপাসনালয়ের পরিচালনা কমিটিকে এই ১২ টি নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রনালয়।


দেশের সকল মসজিদ থেকে প্রতিদিন এবং জুমআর খুতবার সময় মসজিদের মাইকে ১২ টি নির্দেশনা প্রচার করতে হবে। অনুরুপভাবে ধর্মীয় অন্যান্য উপাসনালয় থেকে এই নির্দেশনা প্রচার করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রনালয়।

মসজিদ ও অন্যান্য উপাসনালয় থেকে যে ঘোষণা প্রচার করতে হবে….
১. আতঙ্কিত না হয়ে মহান আল্লাহর উপর ভরসা রাখুন এবং করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন। অনুরুপভাবে অন্যান্য ধর্মের অনুসারীরাও মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন।
২. কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড যাবৎ দুই হাত ভালভাবে পরিস্কার করুন।
৩. ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং চলাফেরা ও সব কাজে শারীরিক দুরত্ব বজায় রাখুন।
৪. অপরিস্কার হাতে নাক , মুখ ও চোখ স্পর্শ করবেন না এবং যেখানে সেখানে কফ থুতু ও ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।
৫. হাঁচি কাশির সময় টিস্যু বা কাপড় ব্যবহার করুন অথবা হাতের বাহুর ভাজে নাক মুখ ঢেকে রাখূন।
৬. একান্ত জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে শারীরিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করুন।
৭. নিয়মিত পুষ্টিসমৃদ্ধ খাবার খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।
৮. করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরনাপন্ন হোন। কোন প্রকার লুকোচুরি করবেন না। করোনা আক্রান্ত অধিকাংশ রোগী চিকিৎসার পর ভাল হয়ে যায়।
৯. করোনা আক্রান্ত ব্যাক্তি ও তার পরিবারের প্রতি মানবিক আচরন করুন।
১০. নিয়মিত শরির চর্চা বা শারীরিক পরিশ্রম করুন।
১১. গুজব রটাবেন না , গুজবে কান দিবেন না এবং গুজবে বিচলিত হবেন না।
১২ . করোনা মহামারি সংক্রমণ রোধে সরকারের নির্দেশিত বিধি নিষেধ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরন করুন।

নারায়ণগঞ্জে আবারো লকডাউন করা হলো যেসব এলাকা- জানত ক্লিক করুন

আরও পড়ুন নিচে ক্লিক করে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*