নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সোনাগাঁয়ের কাঁচপুর এলকা থেকে র্যাব-১১ বাহিনীর অভিযানে কোটি টাকা মূল্যের বিদ্যুতের সরকারী ক্যাবলস করেছে র্যাব। এর সাথে চোরাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
২৭ এপ্রিল শনিবার সকাল ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১’র একটি আভিযানিক দল কাঁচপুর বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় একট এলাকা থেকে ৭ হাজার ১’শ ৫০ কেজি বিদ্যুতের ক্যাবলস উদ্ধার করা হয়। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাই চক্রের মূলহোতা ইসহাক মোল্লা পালিয়ে গেলের তার দুই সহযোগি রাজু আহমেদ (৪২) ও ইবনে সাইদ (২৫) কে আটক করে র্যাব।
র্যাব-১১’র সদর দপ্তর থেকে অপারেশন অফিসার, মো: জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম) একটি স্বাক্ষরিত একটি সংবাদ জ্ঞিপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয় ।