নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অন্তরে বিদ্বেষ পোষন করা ইসলামে হারাম। এ বিষয়ে ইমাম গায্যালী (রঃ) এর লেখা এহইয়াউ
উলুুমদ্দিন কিতাব থেকে সংক্ষিপ্ত ভাষায় তুলে ধরা হল। অত্র কিতাবে তিনি বিদ্বেষের অর্থ ও তার ফল অধ্যায়ে উল্লেখ করেন,
বিদ্বেষের অর্থ হচ্ছে কাউকে অসহ্য মনে করা এবং তার প্রতি বৈরিতা পোষণ করা। এটা হারাম। রাসুলুল্লাহ (সঃ) বলেন,-মুমিন বিদ্বেষ পরায়ণ নয়। বিদ্বেষ হচ্ছে ক্রোধের ফল এবং এ থেকে ৮টি বিষয় উৎপন্ন হয়-
নিচের এই ৮টি বিষয়ই হারাম…
১. হিংসা অর্থাৎ অপরের নিকট থেকে নিয়ামতের সমাপ্তি কামনা করা, তার নিয়ামত প্রাপ্তিতে দুঃখিত হওয়া এবং তার বিপদে পতিত হওয়ার আনন্দ করা।
২. অন্তরে এমন হিংসা বেড়ে যাওয়া যে, অপরের বিপদে শত্রুর মত খুশ থাকা।
৩. অপরের সাধে সম্পর্ক ছিন্ন করা, যদিও সে সম্পর্ক বজায় রাখতে ও নিকটে আসতে চায়।
৪. অপরকে নিকৃষ্ট ও হেয় জ্ঞান করা।
৫. প্রতিপক্ষের ব্যাপারে অশালীন কথাবার্তা মুখে উচ্চারন করা। যেমন-গীবত করা, মিথ্যা বলা, গোপন কথা ফাঁস করা ইত্যাদি।
৬. তার সাথে কথাবার্তায়, কৌতুক ও পরিহাস করা।
৭. তাকে প্রহার করা , শারীরিক কষ্ট দেওয়া।
৮. প্রতিপক্ষের কিছু পাওনা থাকলে তা শোধ না করা।