নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সেফাতউল্লাহ মজুমদার ১৯৯০ থেকে আমার সমসাময়িক সময় থেকে ভিয়েনা আছেন । বাড়ি চাঁদপুর । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করেছেন । জাসদ রাজনীতির সঙ্গে অঙ্গা অঙ্গি ভাবে জড়িত ছিলেন । সিরাজুল আলম খান , আ স ম আব্দুর রব , মাহমুদুর রহমান মান্নার সাথে এক সময় নিবিড় সম্পর্ক ছিল ।
প্রথম দিকে ভিয়েনাতে আমাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করেছে , রাজাকারদের প্রচন্ড ভাবে ঘৃর্ণা করতো । পরবর্তীতে ভিয়েনা বাংলাদেশ কমিউনিটির এক পারিবারিক ঝগড়ার কারণে কোর্টের রায়ে দীর্ঘদিন ভিয়েনার জেলখানায় জেল খাটেন.। জেল থেকে মুক্ত হবার পর এদেশের আইন অনুযায়ী অস্ট্রিয়াতে লিগ্যাল হবার সব রাস্তা বন্ধ হয়ে যায় তার! এই কারণে তার ব্যাক্তিগত ও পারিবারিক জীবনে এর বিরাট প্রভাব পরে ! স্ত্রী সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ! মানুষিক ভাবে ভেঙে পড়েন এবং আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে পড়েন ! দিন দিন এর মাত্রা বেড়ে যায় এবং বাঙালি কমিউনিটির লোক জনের সাথে অশালীন আচরণ শুরু করেন ! এই পরিপ্রেক্ষিতে ভিয়েনা বাংলাদেশ কমিউনিটির লোকজন তাকে এড়িয়ে চলতে শুরু করে ।
কমিউনিটির লোক জন তাকে এড়িয়ে চলার কারণে দিন দিন সে একা হয়ে যান । তখন তার অবলম্বন হয়ে যায় একাকিত্ব , বাসা , মদ , পালটোক আর ফেইসবুক l ইদানিং মানুষের তার প্রতি আগ্রহ তাকে আরো বেশি উন্মাদ , বেপরোয়া করে ফেলেছে ! জানা যায়, এখন সরকারের বিরুদ্ধে কথা বলে পরিস্থিতি ঘোলাটে করে অস্ট্রিয়া সরকারের সহানুভূতি ও রাজনৈতিক ফায়দার জন্য এমন আচরণ করে যাচ্ছে ।
সংগ্রিহীতঃ-