নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫৩ জন। করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেনি কেউ।
তবে আশার কথা হলো নারায়ণঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ২৫৯ জন।
ইতিমধ্যে কেন্দ্রেীয় ভাবে নারায়ণগঞ্জের সিটি এলাকা সহ নারায়ণগঞ্জ সদর, রুপগঞ্জ এবং আড়াইহাজার উপজেলাকে করোনার রেড জোন হিসেবে নিহ্নিত করা হয়েছে।
১৫ জুন সোমবার নারায়ণগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগ অফিস সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
নগারীতে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাহিরে ক্রমশই বেড়ে চলেছে করোনার সংক্রমন।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের রেড জোন হিসেবে নিহ্নিত রুপগঞ্জ জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৯ জন, রেড জোন আড়াইহাজারে আক্রান্ত ১৩ জন এবং করোনা রেড জোন নারায়ণগঞ্জ সিটিতে ১১ জন ও সদর উপজেলায় ৮ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে। এছাড়াও সোনারগাঁ উপজেলায় আক্রান্ত হয়েছে ২ জন।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩৬ টি। এর মধ্যে নারায়ণগঞ্জ সদর এলাকা থেকে ১১০ টি, সোনারগাঁ উপজেলা থেকে ৭৩ টি, নারায়ণগঞ্জ সিটি এলাকা থেকে ১৭৮ টি, আড়াইহাজার উপজেলা থেকে ৫১ টি, রুপগঞ্জ উপজেলা থেকে ২১৩ টি এবং বন্দর উপজেলা থেকে ১১ টি নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে।
নারায়ণগঞ্জে নতুন আক্রান্ত ৫৩ জন সহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪১২৭ জন এবং মৃত্যু মোট ৯৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ ২৫৯ জন সহ করোনায় আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য ১৭৯৭ জন।
নারায়ণগঞ্জের যেসব এলাকা রেড জোন-ক্লিক করুন
ঢাকায় রেড জোন যেসব এলাকা-ক্লিক করুন
আরও পড়ুন নিচের লিংকে ক্লিক করে