নারয়ণগঞ্জ বাণী২৪.কমঃ তিতলি’র পর আবারো আঘাত হানার সম্ভবনা রয়েছে ‘গাজা’র। সারাদেশ ঘূর্ণিঝড় তিতলি’র প্রভাবে
ভারী বৃষ্টির পর ঝির ঝির বৃষ্টি অব্যহত রয়েছে। তিতলি কারনে সারাদেশে ৮ জন নিহত হয়েছে।
ঘূর্ণিঝড় তিতলি ছাড়াও বিশ্বে আরো দুইটি ঘূর্ণিঝড় প্রস্তুত রয়েছে আঘাত হানার জন্য, এরি মধ্যে ‘ মাইকেল” যুক্তরাষ্টে আঘাত হেনেছে
এবং কঠিন ভাবে আঘান হানার জন্য প্রস্তুত রয়েছে ” ঘূণিঝড় লুবান”। তিতলির নাম করণ করেছিল পাকিস্থান। তিতলি শব্দের আর্থ প্রজাপতি। তিতলির পর পরবর্তি ঘূর্ণিঝড়টির নাম হবে ‘গাজা’। এ নামটির প্রস্তাব করেছে থাইল্যান্ড। আগত আরো ৯ টির নাম ঠিক করে রাখা হয়েছে। মোট ৯ টি দেশ আসন্ন ঝড় গুলোর নাম করন করে থেকে। তাদের প্রস্তাবনার ভিত্তিতে ঝড়ের আকার ও অবস্থান দেখে নাম প্রদান করে থাকে।
আরো খবর পরুন নিচের লিংকেঃ-