ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় তিতলি’র পর এগিয়ে আসছে ভয়ংকর ”ঘূর্ণিঝড় ‘গাজা’

নারয়ণগঞ্জ বাণী২৪.কমঃ তিতলি’র পর আবারো আঘাত হানার সম্ভবনা রয়েছে ‘গাজা’র। সারাদেশ ঘূর্ণিঝড় তিতলি’র প্রভাবে

ভারী বৃষ্টির পর ঝির ঝির বৃষ্টি অব্যহত রয়েছে। তিতলি কারনে সারাদেশে ৮ জন নিহত হয়েছে।

 

ঘূর্ণিঝড় তিতলি ছাড়াও বিশ্বে আরো দুইটি ঘূর্ণিঝড় প্রস্তুত রয়েছে আঘাত হানার জন্য, এরি মধ্যে ‘ মাইকেল” যুক্তরাষ্টে আঘাত হেনেছে

এবং কঠিন  ভাবে আঘান হানার জন্য  প্রস্তুত রয়েছে ” ঘূণিঝড়  লুবান”। তিতলির নাম করণ করেছিল পাকিস্থান। তিতলি শব্দের আর্থ প্রজাপতি। তিতলির  পর পরবর্তি ঘূর্ণিঝড়টির নাম  হবে ‘গাজা’। এ নামটির প্রস্তাব করেছে থাইল্যান্ড। আগত আরো ৯ টির নাম ঠিক করে রাখা হয়েছে। মোট ৯ টি দেশ আসন্ন ঝড়  গুলোর নাম করন করে থেকে। তাদের প্রস্তাবনার ভিত্তিতে ঝড়ের আকার ও অবস্থান দেখে নাম প্রদান করে থাকে।

 

আরো খবর পরুন নিচের লিংকেঃ-

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রনিকে জেল হাজতে প্রেরন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*