নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সরকারি চাকুরিতে ১ম ও ২য় শ্রেণির পদে কোটা না রাখার প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে নবম থেকে ১৩তম গ্রেড বা ১ম ও ২য় শ্রেণির পদে সরকারি
চাকুরির ক্ষেত্রে কোনকোটা পদ্ধতি থাকছেনা। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ অক্টোবর কোটা পর্যালোচনা কমিটি থেকে সরকারি চাকুরিতে ১ম ও ২য় শ্রেণির
পদে কোটা না রাখার প্রস্তাবনা সুপারিস করে প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠান।
সেখান থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হলে আজ ১০ অক্টবর বুধবার মন্ত্রিসভায় উত্থাপন করা হলে মন্ত্রিসভা তা অনুমোদন দেয়।
বর্তমানে সরকারি চাকুরিতে ৫৬ শতাংশ কোটা রয়েছে এবং ৪৪ শতাংশ চাকুরি হচ্ছে মেধা কোটায়।
সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দবি করে সারা দেশে তিব্র আন্দোলন শুরু হলে গত ১১ ফেব্রুয়ারি
জাতীয় সংসদে প্রধানমন্ত্রি শেখ হাসিনা সরকারি চাকুরিতে কোটা না রাখার ঘোষনা দিয়েছিলেন।