নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ কাউকে ছেলে ধরা সন্দেহ হলে গনপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহবান জানানো হয়েছে পুলিশ সদর দফতর থেকে।
২০ জুলাই শনিবার গনমাধ্যেমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি এ আহবান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পদ্মা সেতুতে মাথা লাগবে” এমন গুজবের ভিত্তিকে দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে কয়েক জন গনপিটুনিতে নিহত হয়েছে। গুজব ছড়িয়ে দেশে এমন অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্টবিরোধী আপরাধ ও গনপিটুনি দিয়ে কাউকে হত্যা করা রাষ্ট্রীয় আইন মোতাবেগ ফৌজদারি আপরাধ।
ছেলে ধরা সন্দেহে দেশের বিভিন্ন স্থানে গনপিটুনিতে যে হত্যাকান্ড গুলো হয়েছে , তা তদন্ত করা হচ্ছে ও এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ পুলিশ , বাংলাদেশ পুলিশ