জলাধার আইন লঙ্ঘনের অভিযোগ এনে ফতুল্লার এম.এস ডাইং এবং নীট গার্মেন্টসেরবিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এনায়েতনগর দুই নং ওয়ার্ডের বিক্ষুব্ধ এলাকাবাসী। এই দুই প্রতিষ্ঠানের কারণে এলাকায় কৃত্তিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে দাবী করে ১লা এপ্রিল রবিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়ার হাতে স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা। এসময় চলমান সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এম.এস ডাইং এর মালিক সালাম এবং নীট গার্মেন্টস এর মালিক ও বিএকেএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম নিজ স্বার্থে ওই ওয়ার্ডের একটি পয়:নিষ্কাশনের ড্রেন ভরাট করাতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ফতুল্লা ফায়ার স্টেশন, সরকারি হাসপাতালসহ (পরিবার পরিকল্পনা) এনায়েতনগর দুই নং ওয়ার্ডের প্রায় দুই শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। বিষয়টি নিয়ে গত ২৮ এপ্রিল এনায়েতনগর ইউপি চেয়ারম্যান এবং ১১জন ইউপি মেম্বারসহ স্থানীয় লোকজন ওই দুই প্রতিষ্ঠানের কর্ণধারদের সাথে বিষয়টি সমাধানে বৈঠকে বসলে তারা কোন প্রতিশ্রুতি দেননি। উল্টো জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে তাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন তারা।এদিকে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্মরণাপন্ন হলে তিনি জলাবদ্ধতা নিরসনে নির্দেশ দিলেও ওই দুই প্রতিষ্ঠান সেই নির্দেশের কোন কর্ণপাত করেনি বরে অভিযোগ এলাকাবাসীর। এরই প্রেক্ষিতে রবিবার সকালে এলাকায় মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধন শেষে দীর্ঘ দুই মাস যাবৎ চলমান এই সমস্যা সমাধানে জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা।