আল্লামা শফী

জল্পনা-কল্পনা শেষে স্বপদে বহাল আল্লামা শফী-বাবু নগরীর পরিবর্তে শেখ আহমদ

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ অবশেষে চট্রগ্রামের আল-জমিয়াতুল আলিয়া দারূল উলুম মঈনুল ইসলাম হাট হাজারী (বড় মদাদরাসা) মজলিসে শূরা কমিটিতে মাদ্রাসার মহপরিচালক পদে বহাল থাকলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ অহমদ শফী।

১৭ জুন বুধবার সকাল ১১ থেকে টানা ৫ টা পর্যন্ত চলা শুরা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত গৃহিত হয়। এর আগে সকাল থেকে আল্লামা আহমদ শাফী তার বয়সের ভারে অন্য কাউকে দায়িত্ব দেবেন এমন গুঞ্জন চলছিল। অবশেষে তিনিই স্বপদে বহাল থাকলেন।


তবে মজলিশে শূরার সহযোগী মহাপরিচলকের দায়িত্ব পালন করা মাওলানা জোনাইদ বাবুনগরীর পরিবর্তে তার স্থলভিষিক্ত করা হয়েছে মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও প্রবীণ আলেম মাওলা শেখ আহমদকে। ১১ জন শূরা কমিটির সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


মজলিসে শুরা কমিটির সদস্যদের মধ্যে আল্লামা শাহ আহমদ শফী ছাড়াও আল্লামা আব্দুল কুদ্দুস, মুফতি নূরূল আমিন, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা নোমান ফরাজী, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা মহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা আবুল হাসান. মাওলানা আবুল কাসেম, মাওলানা ওমর ফারুক এবং মাওলানা সোহাইব নোমানী উপস্থিত ছিলেন।

দেশে করোনা আক্রান্তের রেকর্ড-বিস্তারিত পড়তে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ২৪ ঘন্টার সর্বশেষ করোনা পরিস্থিতি জানতে এখানে ক্লিক করুন

যেনে নিন  নারায়ণগঞ্জের রেড জোন এলাকা-ক্লিক করুন

আরও পড়ুন নিচের লিংকে ক্লিক করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*