নারায়ণগঞ্জ বাণী২৪ র্স্পোস ডেক্সঃ ৬ বলে ৬ ছক্কা আর ১২ বলে অর্ধশত রান। প্রায় ১২ বছর পড় ইন্ডিয়া
ব্যাট্সম্যান যুবরাজ সিং এর রেকর্ডের অংশিদার হলেন আফগানিস্তানের ব্যাট্সম্যান জাজাই। পর পর
৬ বলে হাকিয়েছেন ৬ টি ছক্কা। মাত্র ১২ েবলে করেছেন অর্ধশত রান।
এর আগে ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের তারকা ব্যাটসম্যান যুবরাজ সিং ১২ বলে হাফসেঞ্চুরি। য়ার্ট ব্রডের এক
ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন তিনি। এক দিনে টি-টোয়েন্টিতে ২ টি বিশ্ব রেকর্ড ছিল তার দখলে।
৬ বলে ৬ ছক্কা আর ১২ বলে অর্ধশত রান করে ক্রিকেট রেকর্ড বইয়ে নাম লেখালেন আফগান ওপেনার হযরতুল্লাহ জাজাই।
একই ম্যচে ৪৮ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্রিস গেইলের । রয়েছে ১০টি ছ্ক্কা ও ২টি চারের মার। জাজাই ১৭
বলে ৭টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৬২ রান করেন। ১৩ অক্টোবর আফগান প্রিমিয়ার লীগে এই রেকর্ড গড়লেন জাজাই।
ক্রিস গেইলের ১০টি ছ্ক্কা ও ২টি চারের সাহায্যে ৪৮ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে বালখ লেজেন্ড২০ ওভারে ৬ উইকেটে ২৪৪ রান তোলে। ব্যাট করতে নেমে লুক রঞ্চির সঙ্গে ওপেনিং জুটিতে ঝড় তোলেনহযরতুল্লাহ জাজাই।
আরো খবর পড়ুন এখানেঃ নতুন রেকর্ড, ৬ বলে ছক্কা ও ১২ বলে অর্ধশত রান