জাতিসংঘের ভিতরেও নারীদের যৌন হেনস্থার অভিযোগ।

জাতিসংঘের  ভিতরেও নারীদের ওপরে যৌন হেনস্থার অভিযোগ পাওয়া গেল। শুধু তাই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে নাকি কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ, সংস্থাটির মহিলা কর্মীদের একাংশের। সংস্থার ভিতরে মহিলাদের যে যৌন হেনস্থার শিকার হতে হয়, সেটা স্বীকার করে নিচ্ছেন জাতিসংঘের সাবেক কর্মীরাও। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এবার জাতিসংঘের এক মহিলা কর্মী এক শীর্ষ কর্মকর্তা লুইজ লরেজের বিরুদ্ধে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, ‘‌লুইজ আমাকে লিফটের ভিতরে চুম্বনের চেষ্টা করেন। তারপরে জোর করে আমাকে তার হোটেলের ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর আগেও আরও কয়েকজন মহিলার সঙ্গে লুইজ এই ধরনের ঘৃণ্য কাজ করেছেন।’ একা লুইজ নন, আরও কয়েকজন কর্তা এধরনের কাজ করেন বলে দাবি করেছেন নিগৃহীতা। লুইজের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। যদিও রাষ্ট্রপুঞ্জ তদন্ত চালিয়েও লুইজের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। যদিও নিগৃহীতা বলছেন, ‘‌এটাই আমাকে সবচেয়ে অবাক করেছে। আসলে এখানে পুরো পদ্ধতিটাই এমনভাবে তৈরি করা হয়েছে যেন কোনভাবে এই সংস্থার মানসম্মান ক্ষুণ্ণ না হয়। তাই এসব বিষয়ে কেউ সামনে এগোতে চান না। কোনও মহিলা অভিযোগ জানালে তাদের কোণঠাসা করে রাখা হয়।

সোর্সঃ ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।