নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃজিয়া, এরশাদ, খালেদা কেউ এ মাটির সন্তান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় ইতালির রোমের পার্কো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে ইতালি আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলে, এরশাদের (এইচ এম এরশাদ) জন্ম কুচবিহারে, জিয়াউর রহমানের জন্ম বিহারে ও এবং খালেদা জিয়ার জন্ম শিলিগুড়ি। এ জন্যই তারা এ মাটির সন্তান না,
তিনি আরো বলেন,বাংলাদেশে এ পর্যন্ত যারা ক্ষমতায় এসেছেন, তাদের মধ্যে কেবল আমি এবং আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ মাটির সন্তান ছিলেন, সে কারণেই তিনি ত্যাগ স্বীকার করেও জনগণের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি। যেহেতু আমাদের মাটির টান আছে, এইজন্য আমাদের একটা কর্তব্যবোধ আছে। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে,মাদের আর কেউ পেছনে টানতে পারবে না।
প্রতি উপজেলা থেকে ১০০০ করে বিদেশ পাঠানো ব্যাবস্থা কর হচ্ছে বলেও তিনি জানান।