নারায়ণগঞ্জ বাণী নিউজঃ আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ১ নভেম্বরে শুরু হবে ও চলবে ১৫ নভেম্বর পর্জন্ত।
পরীক্ষা চলবে আগের নিয়মেই, সকাল ১০টা ও দুপুর ২টায় দুটি করে পরীক্ষা আয়োজন করা হবে। তবে সকল পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে বলে গনমাধ্যেমকে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক । তিনি আরো বলেন,প্রথম দিন জেএসসি পরীক্ষায় থাকবে বাংলা বিষয়ের উপর পরীক্ষা।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের ১ম দিনের পরীক্ষার বিষয় থাকবে কোরআন মাজিদ ও তাজবিদ।