নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশের দিতে ধেয়ে আসছে মহা বিপদ গামী র্ঘণিঝড় ”ফণী”। এটি বাংলাদেশ আগামী ৪ মে আঘাত আনতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবাহওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় ‘ফণী প্রথমে ৩ মে শুক্রবার ভারতের ওড়িশা উপকূলে ঘণ্টায় প্রায় ২০৫ কিলোমিটার গতিতে আঘাত আনার সম্ভবনা রয়েছে। ঘূণিঝড় ফণী শুক্রবার দুপুরে ঘণ্টায় ১৭৫-১৮৫ কিলোমিটার থেকে ২০৫ কিলোমিটার ভারতেরওড়িশার গঞ্জাম, গজপতি, খুরদা, পুরী, জগৎসিংপুর, পশ্চিমবঙ্গের পূর্ব, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা এলাকায় বয়ে যাবে।
বাংলাদেশে আঘাত আনতে পারে ও তার গতিবেগ হতে পারে ৯০ থেকে ১১০ কি.মি।
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, পিরোজপুর,
ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা সমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ। থাকতে পারে প্রবল বজ্রপাত সহ বৃষ্টি।