নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দেশের বিভিন্ন স্থানে বিরাজমান রয়েছে কনকনে শীত। এরই মধ্যে জানা গেল বৃষ্টিপাতের খবর। আজ থেকে দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, এমনটই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২৬ ডিসেম্বর রবিবার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে মধ্য রাত থেকে। একই সাথে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকায় উত্তর অথবা উত্তরপশ্চিম দিক থেকে সোমবার সকাল থেকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ সহ ৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং বর্ধিত ৫ দিনের তাপমাত্রা কমতে পারে।