নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে ৩ জুন পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ১০৬ জন। তাদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় করোনায় আক্রান্ত হয়েছে নতুন করে আরও ৪১ জন।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি। সুস্থ হয়ে বাড়ি ফেরেনি কেউ। এ নিয়ে ৩রা জুন বুধবার পর্যন্ত নাসিক এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে মোট ১ হাজার ২৩৮ জন।আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে এ পর্যন্ত ৫৩ জন।
৩রা জুন বুধবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস সুত্রে এ তথ্য জানা যায়।
জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা থেকে ১৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে নাসিক এলাকায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৪ হাজার ১২৫ জনের।
তাদের মধ্যে সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী বুধবার পর্যন্ত নাসিক এলাকায় গত ২৪ ঘন্টায় ৪১ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ২৩৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে মোট ৫৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৪৭৭ জন।
বুধবার-নারায়ণঞ্জে করোনায় আক্রান্ত ১০৪-িবিস্তরিত পড়তে ক্লিক করুন
নারায়ণয়ণগঞ্জ হতেপারে করোনায় রেড জোন-সরকারের ঘোষনার অপেক্ষ-ক্লিক করুন
সুখবর-কমছে করোনা ভাইরাসের শক্তি-পড়ুতে ক্লিক করুন এখানে