নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিদিন যোগ হচ্ছে করোনা সংক্রমনের আশঙ্কাজনক সংখ্যা। গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জ জেলা শহরের পর রূপগঞ্জ উপজেলায়ই যেন করোনার টার্গেট। আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করছে করোনার সংক্রমন।
১৬ মে শনিবার পর্যন্ত ১০০ ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা।
রূপগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুুন করো করোনায় আক্রান্ত হয়েছে আরও ১৮ জন। এ নিয়ে ১৬ মে শনিবার পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১৭ জন।
১৬ মে শনিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা য্য়।
এর আগে গত ১৫ মে পর্যন্ত রূপগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৯৯ জন।জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে করো নমুনা সংগ্রহ করা হয়নি। রূপগঞ্জে করোনার
এ নিয়ে উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে পর্বের মোট ৮০০ জনের। পুর্বের সংগ্রহ করা নমুনা থেকে গত ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্টে ১৮ জনের কোভিট-১৯ পজেটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১১৭ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ১ জন এবং সুুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪ জন।