নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা যোদ্ধা,মানবতার ফেরিওয়াল, সুপার হিরো খ্যাতি অর্জনকারী নারায়ণগঞ্জের কাউন্সিলর খোরশেদ টাকার অভাবেই করোনা পজেটিভ অবস্থায় হাসপাতাল ছেড়েছেন ।
নারায়ণগঞ্জে আবারো লকডাউন করা হলো যেসব এলাকা- জানত ক্লি করুন
কাউন্সিলর খোরশেদ জানায়, গত ৩০ মে নিজে ও তার স্ত্রী লুনা করোনা আক্রান্ত অবস্থায় নারায়ণগঞ্জের সাজেদা হাসপাতালে ভর্তি হয়।এরপর তার স্ত্রী লুনার অবস্থা অবনতির দিকে প্রবাহিত হলে তার দুজনেই ৩১ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা গ্রহনের পর দ্বিতীয় করোনা পরীক্ষায় তার স্ত্রী নেগেটিভ ও তার পজেটি আসে। এরই মধ্যে হাসপাতালের বিল আসে ৬ লক্ষ ৭৫ হাজার টাকা।
তিনি আরও জানান, চিকিৎসার জন্য এর বেশি টাকা খরচ করার সামর্থ আমার ছিলনা। তাই আমার করোনা পজেটিভ হলেও শরীরিক অবস্থা ভাল হওয়ায় ডাক্তারদের অনুরোধ করে বাড়িতে চলে আসি। বর্তমানে আমি নিজ বাড়িতেই আইসোলেশনে আছি।
এরইমধ্যে বাড়ি ফিরেছেন কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদের স্ত্রী লুনা।
নারায়ণগঞ্জের করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী ৭২ জনের দাফন করেছেন কাউন্সিলর মাকসুদুল আলম খোরশে ও তার টিম। এর মদ্যে ছিল হিন্দু সৎকারো।